মহাদেবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

রবিবার সকালে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক তিনজন হলেন—উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে মানিক সরকার (৪৮), শিবরামপুর মধ্যপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে রেজাউল করিম (৩২) এবং একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সাহেব আলী (৫৫)। এদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সেনাবাহিনী সূত্র।

অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, দেশের অন্যান্য স্থানের মতো মহাদেবপুরেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে এ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে মাদক নির্মূলে জনগণকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। কারও কাছে মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোরও অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন রেজা।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *