উদ্ধার স্বর্ণ ও রুপার লুণ্ঠিত অলংকার
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার।
ঢাকা জেলা পুলিশের অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং দিক নির্দেশনা দেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
গত ১৯ জুলাই নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে ডাকাত সর্দার খোকন ওরফে জসিমসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ খোকন ওরফে জসিম (৩৮), স্থায়ী ঠিকানা: সুলনা (চান্দ্রা), ভাঙ্গা, ফরিদপুর; বর্তমান ঠিকানা: নাওয়াপাড়া, জামদানী ১ নম্বর গলি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২। সালাম (৫৬), গ্রাম-খাটরা, ভাঙ্গা, ফরিদপুর।
৩। হামিদুল (৩৭), গ্রাম-পূর্ব বাগডোকরা, ডোমার, নীলফামারী।
৪। শফিকুল ইসলাম (৪৩), বাসা-২৪৮, ব্লক-ত, রোড-৩, পল্লবী, ডিএমপি ঢাকা।
৫। সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), গ্রাম-বাররা, ইউনিয়ন-রুরুল্যাগঞ্জ, ভাঙ্গা, ফরিদপুর।
উদ্ধারকৃত মালামাল:
- গলিত স্বর্ণসহ বিভিন্ন অংশবিশিষ্ট স্বর্ণের অলংকার: ৩ ভরি ৫ আনা।
- রুপার বিভিন্ন অলংকারের অংশ: ৮০ ভরি (একটি প্লাস্টিক বাটিতে সংরক্ষিত)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। নবাবগঞ্জ থানায় দায়ের করা মামলা নম্বর ০৯(০৫)২৫ ও ১৩(০৭)২৫-এ জড়িত থাকার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “এই চক্রের বিরুদ্ধে আরও তথ্য পাওয়া যাচ্ছে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”