গাজায় ত্রাণকেন্দ্রে মরিচের গুঁড়া ছুড়ল ইসরায়েলি সেনারা

গাজার রাফা শহরের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে খাদ্যের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ইসরায়েলি সেনারা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২০ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট ‘সানাদ’। তারা জানিয়েছে, ভিডিওটি বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ পরিচালিত এক কেন্দ্রের এবং ১০ জুলাই এটি মোবাইল ফোনে ধারণ করা হয়। ভিডিওটি প্রকাশ পায় শনিবার (১৯ জুলাই) রাতে।

ভিডিওতে দেখা যায়, দক্ষিণ গাজার রাফার শাকুশ এলাকায় তিনজন সশস্ত্র ইসরায়েলি সেনা জিএইচএফের ত্রাণ বিতরণস্থলে উপস্থিত নারী, পুরুষ ও শিশুদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ছেন। আতঙ্কে মানুষ চারদিকে পালিয়ে যাচ্ছেন। কেউ মুখ ঢেকে রেখেছেন, কেউবা পিঠে ময়দার বস্তা নিয়ে দৌড়াচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ থেকে জিএইচএফ গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করার পর খাবারের জন্য জড়ো হওয়া অন্তত ৮৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া, গতকাল রবিবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জনই ছিলেন ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *