ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া র্যাব সদস্য সেজে ভয়ভীতি দেখিয়ে টাকা লুটের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০। রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নেকরোজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. রিপন সরদার (২৯), পিতা- মো. আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
র্যাব-১০ এর মিডিয়া শাখা জানায়, অভিযুক্ত রিপন নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছ থেকে ব্যবসায়িক নগদ অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। তার সঙ্গে আরও দুই সহযোগী ছিলেন— নূর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)— যাদের এখনও গ্রেফতার করা যায়নি।
রিপনের কাছ থেকে একটি কালো রঙের র্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি চাবি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এসব সরঞ্জাম তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন এবং র্যাব সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
র্যাব জানায়, গ্রেফতার রিপনের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় ডাকাতি সংক্রান্ত ৩টি মামলা রয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, “স্থানীয় জনগণের সহায়তায় সময়মতো ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।”
কেরানীগঞ্জে ডাকাতির আগে ‘ভুয়া র’ গ্রেফতারকেরানীগঞ্জে ডাকাতির আগে ‘ভুয়া র্যাব’ গ্রেফতারকেরানীগঞ্জে ডাকাতির আগে ‘ভুয়া র’ গ্রেফতার
