শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসির

শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরকে সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের দাবিগুলো তদন্ত করে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী মাইজদী জেলা মডেল মসজিদ কমপ্লেক্সে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসির বলেন, গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি। আজ প্রেস ব্রিফিং হয়েছে। সরকার বলেছে তারা অতি দ্রুত হিসাব প্রকাশ করবে। এটা যেমন আশার দিক। কিন্তু গতকাল যখন পরিস্থিতি সৃষ্টি হয় তখন থেকে ঘটনাস্থলে স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদের দেখিনি। জাতি একটা অন্ধকারে ছিলো। আজ সরকারের পক্ষ থেকে কথা বলেছে এটা আমাদের কাছে আশার দিক।তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজে দুর্ঘটনার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। গতকাল এই খবর শোনার পর আমরা ফেনীতে পদযাত্রা স্থগিত করেছি। এনসিপির উদ্যোগে সারাদেশের মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

এসময় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, সদস্য তুহিন ইমরান, সংগঠক ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *