অবশেষে রাইসাকে খুঁজে পেলো পরিবার, তবে মৃত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফরিদপুরের মেয়ে রাইসাকে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবার। 

রাইসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার সময় সে স্কুল ভবনের ভেতরেই ছিল বলে জানা গেছে। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজখুঁজি চালিয়েও কোনো সন্ধান মিলছিল না। ঘটনার পরদিন, অর্থাৎ গতকাল বিকেলে সিএমএইচে গিয়ে তার মরদেহের খোঁজ পান পরিবারের লোকজন। তথ্যটি নিশ্চিত করেছেন মেয়ের চাচা ইমদাদুল। 

তিনি বলেন, গতকাল স্যোসাল মিডিয়ায় যে ছবিটি দিয়ে পোস্ট দেয়া হয়েছিল রাইসাকে পাওয়া গিয়েছে সেটা সঠিক তথ্য ছিল না। সে দেখতে অনেকটা সাদৃশ রাইসার মতো ছিল। স্বজনেরা দুর্ঘটনার পর থেকে বিভিন্ন হাসপাতালে খুঁজছে রাইসাকে। 

রাইসার চাচা ইমদাদুল আরও জানান, লাশ এখনো সিএমএইচ হাসপাতালে আছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে লাশের দাফন প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এর আগে দুর্ঘটনার দিন থেকে রাইসাকে খুঁজছিল তার পরিবার। দুর্ঘটনার পরের দিন সকালে রাইসার মামা আবারও দুর্ঘটনাস্থলে যান। তিনি ধ্বংসস্তূপের ভেতর খুঁজে পান রাইসার স্কুল ব্যাগ, আইডি কার্ড ও একটি খাতা।

শিশু রাইসাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার এবং গ্রামবাসী।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *