ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, এই বিষয়টি ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া। শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মস্কো বহুবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে রাশিয়া ইরানকে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। এছাড়া পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ইরানের আছে বলেও মন্তব্য করেন পুতিন।
এর আগে চলতি সপ্তাহে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে এসেছেন।