নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের এয়ারমারীর তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত শুধু মাইক্রোবাসচালকের পরিচয় নিশ্চিত করা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২), তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এয়ারমারী এলাকায় একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রুবেলসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, “মাইক্রোবাসটি একটি গাড়িকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে চারজন নারী এবং দুইজন পুরুষ।”

ওসি ইসমাইল জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *