জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহেরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে মরহুমার পারিবারিক সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তারা মেহেরিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় নীরবতা পালন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন মেহেরিন
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হলে আগুন ধরে যায়। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে গুরুতর দগ্ধ হন শিক্ষিকা মেহেরিন চৌধুরী। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, “মেহেরিন চৌধুরীর আত্মত্যাগ জাতির জন্য গর্বের। তাঁর মতো সাহসী ও মানবিক শিক্ষকদের স্মরণ আমাদের দায়িত্ব।”