১০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার
সাভার, ২৩ জুলাই ২০২৫:
ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর) এর অভিযানে সাভারের পানপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৪০০ টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে সাভার থানাধীন পানপাড়া পারভেজের বাড়ির ভাড়াটিয়া মোঃ বাবু (৩৩), পিতা-মৃত ইসহাক, মাতা-আদরি বেগম, বর্তমান ঠিকানা: পানপাড়া, সাভার; স্থায়ী ঠিকানা: মিরপুর উত্তর, ০৪ নম্বর ওয়ার্ড, মনিরের বাড়ি, শাহআলী থানা, ডিএমপি ঢাকা—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৪০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ডিবি (উত্তর) জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।