কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কারাবন্দিদের মধ্যে নৈতিকতা ও আদর্শমূল্যবোধ জাগ্রত করতে হবে, যাতে তারা কারাগার থেকে বেরিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এজন্য প্রত্যেক বন্দিকে তার নিজ নিজ ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ২টার দিকে তিনি কারাগারে পৌঁছালে একদল কারারক্ষী তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দিদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিআইজি (প্রিজন) সৈয়দ মো. মোতাহার হোসেন, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার এবং জেলার একেএম মাসুম।
ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার বন্দিদের মানবাধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে কারাগারে ধর্মীয় শিক্ষাদানসহ লাইব্রেরি পরিচালনা করা হচ্ছে। বন্দিরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি মনীষীদের জীবনী পাঠ করে নৈতিক শিক্ষা লাভ করতে পারে। এ লক্ষ্যে আরও বই বিতরণ ও ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “কারাগারে একজন ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক রয়েছেন। এই সংখ্যা বাড়ানো হবে।”
আ ফ ম খালিদ হোসেন বলেন, “কারাগারে থাকা সবাই অপরাধী নয়। অনেকেই মিথ্যা মামলায় জেল খাটছেন। আদালতের রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “এখানে বন্দিদের জন্য কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলার মাঠ, ব্যায়ামাগার, লাইব্রেরি ও হাসপাতালের ব্যবস্থা রয়েছে। আমরা কারাগারকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে চাই।”