ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হলে, পরবর্তীতে কে সুপ্রিম নেতা হবেন সেটি মোটামুটি ঠিক করে ফেলেছেন ইরানের সর্বোচ্ছ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি তিনজন ব্যক্তির নামের একটি তালিকা দিয়েছেন। এবং সেই সাথে নির্দেশনা দিয়েছেন, যদি তিনি ইসরায়েলের হামলায় প্রাণ হারান তাহলে এ তিনজন থেকে যে কোনো একজনকে যেন পরবর্তী সুপ্রিম নেতা বানানো হয়।
অনেকেই ধারণা করে ছিলেন যে, আলী খামেনি পরবর্তী সুপ্রিম নেতা হিসেবে তার ছেলের নাম ঘোষণা করবেন। কিন্তু তার এই তালিকায় আলী খামেনির পুত্র মুজতবা খামেনির নাম নেই বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।