রূপগঞ্জে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল কারখানায় লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল লিমিটেড-এ এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।তারা হলেন— বেল্লাল হোসেন (৩৫), রোমান মিয়া (৩০) ও গোলাম রাব্বানী (৩৫)।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনকে ভোরের দিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বেল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমান মিয়ার ৩৬ শতাংশ এবং গোলাম রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মকর্তা আরিফ খান জানান, ভোরে লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টির লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিক্রমপুর স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।প্রতিষ্ঠানটির অবহেলা আছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, পুরনো যন্ত্রপাতি ও অপ্রশিক্ষিত শ্রমিক ব্যবহারের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *