গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা শুরু থেকেই স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম। কিন্তু দেখলাম সরকার সীমিত আকারে তাদের নিষিদ্ধ করেছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে তারা কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। সঙ্গে তার দোসরদেরও নিষিদ্ধ করা হোক।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার আয়োজনে নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।