চীনের উহান থার্ড হাসপাতালের একটি মেডিকেল দল, বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে এবং তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
ঢাকাস্থ চীনা দূতাবাস শনিবার এক বিবৃতিতে জানায়, আহতদের চিকিৎসায় বাংলাদেশের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত চীনা চিকিৎসক ও নার্সরা।
চীনা দল আহতদের ক্ষত ইনফেকশন প্রতিরোধ ও দৈনন্দিন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ প্রদান করেন।
তারা রোগীদের অবস্থান পর্যবেক্ষণ করেন, ক্ষত পরিষ্কার ও ড্রেসিং পরিবর্তনে সহায়তা করেন, আর্তেরিয়াল পাংচারের মতো জটিল কাজেও সহযোগিতা করেন, এবং সার্জারির দিকনির্দেশনাও দেন।
চিকিৎসা সহায়তার অংশ হিসেবে তারা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন এবং সিঙ্গাপুর ও ভারতের মেডিকেল টিমের সঙ্গেও যৌথ আলোচনা করেন।