রাজনীতিবিদদের বুড়িগঙ্গা নদীতে গোসলের আহ্বান জামায়াত নেতার

রাজধানী ঢাকাসহ দেশের নদ-নদী ও খাল-বিলের চলমান দূষণ ঠেকাতে ব্যতিক্রমধর্মী এক প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (২৬ জুলাই) সকালে ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার পরিবর্তন হয়, কিন্তু নদীর দূষণ থামে না। আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি বলেন, ঢাকার চারপাশের নদী বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে হলে মেয়র ও রাজনীতিকদের উদাহরণ স্থাপন করতে হবে। “যদি মেয়র, মন্ত্রী, ডিসি, এসপি, এমনকি কমিশনাররা বছরে অন্তত দু’বার নদীতে নেমে গোসল করেন, তবে সাধারণ মানুষ অনুপ্রাণিত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হবে,” মন্তব্য করেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, ইউরোপ ও চীনের উদাহরণ তুলে ধরে জুবায়ের বলেন, “সেখানে রাজনৈতিক নেতৃত্ব নদী ব্যবস্থাপনায় সক্রিয় অংশ নেয়। আমাদের এখানেও তেমন সাংস্কৃতিক ও নৈতিক চাপ তৈরি করতে হবে, যাতে কেউ নদী দূষণে উৎসাহী না হয়।”

ক্ষমতায় আসার যোগ্যতা নিয়েও কথা বলেন জামায়াত নেতা। তিনি বলেন, “ক্ষমতা পাওয়ার আগে প্রমাণ করতে হবে আপনি সত্যিই তা পাবার যোগ্য কি না।”

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি। “যদি দেশের প্রতিটি মানুষ নিজের বাসার আশপাশে অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে বনভূমির ঘাটতি পূরণ সম্ভব,” বলেন জুবায়ের। বর্তমানে দেশে যেখানে প্রয়োজন ২৫% বনভূমি, সেখানে আছে মাত্র ৯% — যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *