উপদেষ্টা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: লালমোহনে মেজর হাফিজের কঠোর সমালোচনা

২৬ জুলাই ২০২৫:
বর্তমান উপদেষ্টা পরিষদ দেশের মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। আজ দুপুরে ভোলার লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

১৮ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদের কঠোর সমালোচনা
মেজর হাফিজ বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদ দেশের মানুষের আশাভরসার প্রতীক হতে পারেনি। এ পরিষদে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন। জুলাই-আগস্টের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, সরকার তো নয়, এই উপদেষ্টারাও তাদের খোঁজ নেয়নি।”

তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ব্যক্তি হলেও তাঁর নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে কল্যাণরাষ্ট্রে রূপান্তরের প্রতিশ্রুতি রাখতে পারেনি। বরং তারা এখন নির্বাচন বিলম্বিত করার চক্রান্তে লিপ্ত, যেন এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে। এভাবে কোনো দেশ চলতে পারে না।”

মেজর হাফিজ বর্তমান সময়ের কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও সংস্কারপন্থী নেতার সমালোচনা করে বলেন, “আতেলদের প্রস্তাবে একের পর এক সংস্কারের কথা বলা হচ্ছে, যার মধ্যে পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে ভোট অন্যতম। অথচ দেশের মানুষ প্রার্থীর চেহারা দেখতে চায়, তার অতীত কর্মকাণ্ড বিচার করতে চায়। একটি গোপন মহল এসব সংস্কারের নামে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।”

তিনি বলেন, “নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা প্রহসনের নির্বাচন করে দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে গেছে, যার পরিণতিতে তাকে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছিল। গণতন্ত্র না থাকলে এ দেশের কপালে শুধুই দুর্ভোগ। আমরা উন্নয়ন চাই, সুশাসন চাই — তার একমাত্র পথ নির্ধারিত সময়ের মধ্যে অবাধ নির্বাচন।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মো. জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক করে লালমোহন উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক তাহারা হাফিজ আর্ক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুস রহমান,

কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সমন্বয়ক আবু নাছের রহমত উল্লাহ,

জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর,যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ,সদস্য সচিব রায়সুল আলম,এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

এই সম্মেলনকে ঘিরে লালমোহনে বিএনপির সাংগঠনিক তৎপরতা নতুন গতি পেয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নেতারা আশাবাদী, এই নতুন নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করে আগামি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *