ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশ শোকের আবহে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শনিবার সকাল পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন, যাদের বেশিরভাগই শিশু। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাবগুলো। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পর এবার শোক জানালো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের প্রতি গভীর ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছি। যাদের আমরা হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

ম্যানচেস্টার ইউনাইটেডের বিবৃতি
এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বাংলাদেশে তাদের অফিসিয়াল ফ্যান ক্লাব ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা’-কে একটি আনুষ্ঠানিক চিঠিতে শোক জানিয়েছিল। ক্লাবের বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগনাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ সেই চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে লেখা হয়, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পেনিয়া সদস্যদের পাশে আছি, যেকোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত।’
এই ট্র্যাজেডিতে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গনও। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করে বাংলাদেশের মেয়েরা। দলীয় শোক প্রকাশের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও শোক জানান দেশের নানা ক্রীড়াবিদরা।