সাবটাইটেল : শুভাঢ্যা ইউনিয়নের তৈলঘাট এলাকায় মেরামত কাজ চলমান
ডেস্ক রিপোর্ট :
২৬ জুলাই ২০২৫:
কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের তৈলঘাট এলাকার একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সংস্কারবিহীন অবস্থায় পড়ে ছিল। সড়কটির বেহাল দশা, অসংখ্য খানাখন্দ ও ময়লা-আবর্জনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা, চরম দুর্ভোগে পড়েছিলেন।
বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি জলাবদ্ধতায় প্রায় অচল হয়ে পড়ে। দীর্ঘদিনেও কোনো কার্যকর সরকারি সংস্কার কার্যক্রম না থাকায় জনগণের ভোগান্তি দিনকে দিন বাড়ছিল।
এই প্রেক্ষাপটে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার সুপারিশ ও লিখিত অনুমোদনের ভিত্তিতে স্থানীয় একজন সচেতন নাগরিক মো. আরিফুর রহমান আরমান (সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ছাত্রদল) এবং মো. সাকিব হোসেন শেখ নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কারকাজ শুরু করেন।
তাদের নেতৃত্বে একদল শ্রমিক মাটি কাটা, সমতল করা ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসী এ উদ্যোগে দারুণভাবে উৎসাহিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মো. আরিফুর রহমান আরমান জানান, “এলাকাবাসীর দুঃখ-দুর্দশা দেখে আমি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে তার অনুমোদন ও পরামর্শ অনুযায়ী নিজ দায়িত্বে সংস্কার কাজ শুরু করি। আমি চাই, ভবিষ্যতে কেউ যেন এই রাস্তায় চলাচলের সময় ভোগান্তির শিকার না হন।”
তিনি আরও বলেন, “সরকারি কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আছে সমাজের কল্যাণে এগিয়ে আসার। আমি সেটাই করার চেষ্টা করছি।”
এলাকাবাসীর ভাষ্য, প্রশাসনের সহায়তা ও নাগরিক উদ্যোগ একত্রে সমাজ পরিবর্তনের পথ খুলে দিতে পারে। তারা আশা করছেন, এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে কেরানীগঞ্জের অন্যান্য অবহেলিত রাস্তাও উন্নয়নের আওতায় আসবে।