নেতানিয়াহু থাকবে না, ইরান ঠিকই থাকবে: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু একদিন থাকবেন না। কিন্তু ইরান ঠিকই থাকবে। শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র এমন কথা বলেন।

তিনি দখলদার ইসরাইলের ‘গোপন’ পারমাণবিক কার্যক্রমেরও সমালোচনা করেন। মেদভেদেভ বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইসরাইলের এসব ‘গোপন’ কার্যক্রম পরিত্যাগ করা উচিত। তিনি আরো বলেন, ‘কেন তেলআবিবের জন্য পারমাণবিক কার্যক্রম ভালো। কিন্তু তেহরানের জন্য ভালো নয়। নেতানিয়াহু একদিন বিদায় নেবে। কিন্তু ইরান থাকবে।’- সূত্র: মেহের নিউজ

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *