দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ৭ কোটি ৪৭ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে।
দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন আজ (২৮ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দ, সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নীতিমালাবিহীন ভুয়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৭.৪৭ কোটি টাকা সরকারি অর্থের ক্ষতি সাধনের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সঙ্গে অন্যান্য অনিয়মের বিষয়ও রয়েছে।”
তিনি আরও জানান, তদন্ত দল এই অভিযোগের বাইরেও অতিরিক্ত কোনো অনিয়ম ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে।
অভিযোগ অনুযায়ী, এই অর্থ আত্মসাত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণ কার্যক্রমের সময় সংঘটিত হয়েছে।