‘চাঁদাবাজি করিতে পারবে না কেউ: নরসিংদীতে কঠোর অবস্থানে এএসপি শামীম’

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেছেন, ‘সরকারি রাস্তা কিংবা জনসাধারণের সম্পত্তি থেকে চাঁদা তুলার অধিকার কারও নেই।’ সম্প্রতি তিনি সরেজমিনে গিয়ে এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন।

জানা গেছে, নরসিংদীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রিকশা, অটোরিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি জানার পর এএসপি শামীম ওইসব এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সাধারণ মানুষ বলছেন, এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা সরাসরি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের প্রতি আস্থা বেড়েছে।

এক অটোরিকশা চালক বলেন, ‘বছরের পর বছর চাঁদা দিচ্ছি, কেউ কিছু বলেনি। এখন একজন পুলিশ অফিসার পাশে দাঁড়িয়েছেন— এটা বড় সাহসের ব্যাপার।’

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এএসপি শামীমের নেতৃত্বে সদর এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে অর্থ আদায় করতে না পারে।

এএসপি শামীমের এই সাহসী পদক্ষেপ শুধু নরসিংদী নয়, পুরো দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত— বলছেন সাধারণ মানুষ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *