তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে। বলা হয় সে যেন তারেক জিয়া নয়, আরেক জিয়া।’

খায়রুল কবির বলেন, ‘সাম্প্রতিককালে সংকট উত্তরণ, পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারেক রহমান যে মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়েছেন, এটা বিরল ঘটনা।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, `শহীদ জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানের মধ্যে আছে। বলা হয় সে যেন তারেক জিয়া না; আরেক জিয়া।

বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের নেতারাও স্বীকার করে তার প্রশংসা করেছে।’ তিনি বলেন, ‘তারেক রহমান দেশেই বাইরে থেকেও ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা সময় দিচ্ছেন দেশ, এ দেশের জনগণ এবং দলের জন্য। তার উদারতা ও বিচক্ষণতা দিয়ে দেশের উদ্ভূত পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলিয়ে যাচ্ছেন।’

বিএনপি একটা বড় দল, বর্তমান সরকার বিএনপির মেন্ডেট নিয়েই পরিচালিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘ বিএনপির সমর্থন ছাড়া এ সরকার গঠন সম্ভব ছিল না। বিএনপি বলেছে, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এ সরকার আমাদেরই সরকার। এ সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি।’

তিনি আরও বলেন, ‘দলের বিভিন্ন পর্যায়ের ৩ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কাজ করা যাবে না। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে উৎখাত করতে সবচেয়ে বেশি ভূমিকা তারেক রহমানের। অন্য অনেকেরও ভূমিকা আছে, আমরা তা অস্বীকার করছি না।‘

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চিনিসপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল কবির ভূইয়া, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *