ঢাকা থেকে দাম্মামগামী বিমানের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে, পাইলট প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করার পর।
পরে যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে দাম্মামে পৌঁছে দেওয়া হয়।
ফ্লাইট নম্বর BG-349 সোমবার বিকেল ৩টা ৩৩ মিনিটে দাম্মামের উদ্দেশ্যে ঢাকা থেকে উড্ডয়ন করে। কিন্তু প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে আবার ঢাকায় ফিরে আসে।
বিমান সূত্রে জানা যায়, ফ্লাইটটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল, যার আসন সংখ্যা প্রায় ৪৫০ এবং তা প্রায় পূর্ণ ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমানের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, পাইলট কেবিন প্রেসার সংক্রান্ত একটি সতর্ক সংকেত পান। ঝুঁকি না নিয়ে পাইলট সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটি ঢাকায় ফিরিয়ে আনেন।
তিনি আরও বলেন, যাত্রীদের পরে অন্য একটি উড়োজাহাজে দাম্মামে পাঠানো হয়। ত্রুটিযুক্ত উড়োজাহাজটি বিমানের প্রকৌশল বিভাগের পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত ঘোষণা করা হয় এবং সেটি রাতের অন্য একটি ফ্লাইটে ব্যবহারের কথা রয়েছে।