রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলার কোনও যৌক্তিকতা নেই। মস্কো ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে স্বাগত জানান। এদিকে টেলিভিশনে প্রচারিত মন্তব্যে পুতিন আরাগচিকে বলেন, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ অযৌক্তিক এই আগ্রাসনের কোনও ভিত্তি বা যৌক্তিকতা নেই।
আরাগচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন।