বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হ্যান্ডা, সৃষ্টি হবে ২৫,০০০ কর্মসংস্থান

হংকং ভিত্তিক টেক্সটাইল ও অ্যাপারেল কোম্পানি হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ কো বাংলাদেশে ২৫০ মিলিয়ন (২৫ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে

আজ (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ কো-এর চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন।

প্রথমে হ্যান্ডা বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল এবং ২০২৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-এ বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে।

পরে আরও মূল্যায়নের পর এবং বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায়, প্রতিষ্ঠানটি তাদের বিনিয়োগ ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে।

হ্যান্ডা এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—এর মধ্যে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডাইং ইউনিট, যা ২৫,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

হান চুন বলেন,

“বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ (বেজা), এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে আলোচনার পর আমরা আত্মবিশ্বাস পেয়েছি এবং বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিই।”

তিনি আরও বলেন,

“আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।”

বিডা, বেজা ও বেপজা জানিয়েছে, এটি বাংলাদেশের টেক্সটাইল খাতে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস হ্যান্ডার এই বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন,

“আপনারা বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগের নেতৃত্ব দিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদেরও এখানে আসতে উৎসাহিত করুন।”

তিনি হ্যান্ডা ইন্ডাস্ট্রিজকে বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণের আহ্বান জানান, যাতে তারা বৈশ্বিক ক্রেতাদের রুচি ও চাহিদা সম্পর্কে ধারণা নিতে পারে।

হান চুন প্রধান উপদেষ্টাকে মিরসরাই ইকোনমিক জোনে স্থাপন করা হতে যাওয়া তাদের কারখানার ডিজাইন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা প্রশংসা করে বলেন,

“এটা আমার কাছে যেন একটি সুন্দর চিত্রকর্মের মতো।”

প্রথম ধাপে মিরসরাইতে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে একটি কারখানার জন্য জমি ইজারা চুক্তি বুধবার সই হবে।
দ্বিতীয় ধাপের জমি বরাদ্দ ও অন্যান্য সুবিধা চূড়ান্তকরণের কাজ চলমান রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—

  • বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
  • প্রধান সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া
  • এসডিজি প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ
  • বেপজা নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান
  • হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *