শুল্ক আলোচনা: প্রথম দিনের বৈঠকের পর বাংলাদেশ আশাবাদী

ওয়াশিংটনে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩৫% পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে আলোচনায় বাংলাদেশ ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে।

প্রথম দিনের আলোচনায় বাংলাদেশি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে শুল্ক হ্রাসের বিষয়ে সবুজ সংকেত পেয়েছে বলে বাণিজ্য সচিব মহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মঙ্গলবারের বৈঠকে আমরা অগ্রগতি করেছি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক হ্রাস করা হবে; আমরা সেই সংকেত পেয়েছি।”

মহবুবুর রহমান আরও বলেন, “আমরা শুল্কে উল্লেখযোগ্য হ্রাসের প্রত্যাশা করছি। তবে ঠিক কতটা হবে তা বলার জন্য এখনও সময় লাগবে। বুধবার ও বৃহস্পতিবার আরও বৈঠক নির্ধারিত রয়েছে। আমরা আশা করছি বাংলাদেশের জন্য কিছু ইতিবাচক ফলাফল আসবে।”

তবে আলোচনার প্রথম দুটি ধাপ বাংলাদেশকে ইতিবাচক ফলাফল দিতে ব্যর্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *