বিদেশে পড়াশোনার পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বশারকে মানি লন্ডারিং মামলায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (নিরস্ত্র) খালিদ সাইফুল্লাহ খায়রুল বশারকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিতে আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
খায়রুল বশারকে গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডির রোড নং ৪ এর একটি ভবনের নিচতলা থেকে সিআইডি গ্রেপ্তার করে। পরের দিন ১৫ জুলাই ঢাকার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, খায়রুল বশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ৪৪৮ জনের কাছ থেকে ৫৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। খায়রুল বশারের বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে।