মোঃশাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
আজ ৩০ জুলাই দুপুর ১:৩০ ঘটিকায় ঝিনাইদহ সদর থানার এসআই রোকনুজ্জামান এবং এএসআই সোহাগের একটি টিম তাকে ৫৫ পিস ইয়াবা সহ আটক করে।
সূত্রে জানা গেছে, মোঃরিপন(৪০) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চাঁদপুর ইউনিয়নের কুলচারা গ্রামের মোঃমোজাম্মেল মিয়ার ছেলে। মাদকব্যবসায়ী মোঃরিপন(৪০) ঝিনাইদহ সিটি কলেজ পাড়ায় জাহিদ জর্দারের বাসায় ভাড়া বাড়িতে থাকে।ভাড়া বাড়িতে থেকে মোঃ রিপন তার সমাজবিরোধী মাদকব্যবসা কারবারি চালিয়ে যেত। গোপন সংবাদে খবর পেয়ে
ঝিনাইদহ সদর থানার এসআই রোকনুজ্জামান এবং এএসআই সোহাগের একটি টিম মোঃরিপন(৪০) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ঝিনাইদহ সদর থানার এসআই মোঃরোকনুজ্জামান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত মোঃরিপনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহে ৫৫পিচ ইয়াবা সহ মোঃরিপন(৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
