লালপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জয় আহমেদ জনি, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলা অডিটরিয়ামে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৩০ (জুলাই) বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসডিপি)” প্রকল্পের অধীনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই ধরনের পুরস্কার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে।”

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের অধ্যবসায় ও সাফল্য দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই নিয়মিত পড়াশোনা করে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”

এসময়, অনুষ্ঠানে লালপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদেরও তাদের অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষার্থী ও অভিভাবকরা এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সবার জন্য অনুপ্রেরণাদায়ক ও সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *