জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে। তারা এনসিপির কেউ নয়, তবে গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।
বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এক বছর পর আবারও আমরা মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্থ করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র।
তিনি বলেন, আমরা কোন দাবি থেকেই সরে আসিনি। আবারও আমরা সংগঠিত হয়ে আমরা জনগণের দাবি আদায় করবো। জেলায় জেলায় পথসভায় যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তাতেই স্পষ্ট আগামীর নির্বাচনে ক্ষমতায় যাবে এনসিপি।
পথসভায় কথা বলেন দলের অন্য নেতারাও। এনসিপি আগামীতে ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।