কোথায় লড়বেন তারেক রহমান? বগুড়া, ঢাকা ও সিলেট জুড়ে ভোটের গুঞ্জন

আবু শিহাবুত তালহা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর লন্ডনের নির্বাসন থেকে দেশে ফিরছেন তিনি। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা আসায় সাধারণ ভোটারদের আগ্রহও বহুগুণে বেড়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তারেক রহমানও সেই নিয়ম মেনে তিনটি আসনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। সম্ভাব্য আসনগুলো হলো—পৈতৃক এলাকা বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা), শৈশবের স্মৃতিবিজড়িত ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী এলাকা) এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিলেট-১ (সিলেট সদর, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা)।

বগুড়া বিএনপির ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা চান, তারেক রহমান এখান থেকেই নির্বাচন করুন। ঢাকার ক্যান্টনমেন্ট ও আশপাশের এলাকা তার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতির সঙ্গে যুক্ত হওয়ায় ঢাকা-১৭ আসন থেকেও তার প্রার্থিতার আলোচনা জোরদার হচ্ছে। অন্যদিকে সিলেট-১ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বলা হয়, ‘যে দল সিলেট-১ আসনে জয়ী হবে, সরকারও সেই দল গঠন করবে।’ এছাড়া সিলেট তার শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় এখান থেকেও তিনি প্রার্থী হতে পারেন বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমান প্রার্থী হবেন এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা দেশে ফিরে নিজেই সিদ্ধান্ত নেবেন।”

বর্তমানে তারেক রহমান ৩০০ আসনের প্রার্থী তালিকা তৈরি, নির্বাচনি জোট গঠন এবং সারা দেশে গণসংযোগের প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে এবারের নির্বাচনি প্রচারণায়ও তারেক রহমানকেই নেতৃত্ব দিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমান প্রার্থী হলে বগুড়া, ঢাকা এবং সিলেটের এই তিনটি আসনেই হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে জাতীয় নির্বাচনের উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *