মোঃ নাজমুল হোসেন, শৈলকূপা, ঝিনাইদহ থেকে।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ১০ বেঙ্গল রেজিমেন্টের একটি দল, সিও এর নেতৃত্বে, দেবীনগর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।ঘণ্টাব্যাপী এ অভিযানে সন্ত্রাসী রফিকুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
অভিযান শেষে রফিকুলকে রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, রফিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, রফিকুল এর আগেও অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছিল।এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে