তারেক রহমান ঘোষিত “আগামীর বাংলাদেশ” ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও গণসংযোগ

মোঃ সোলাইমান, (শিক্ষানবিশ প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ থেকে)


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “আগামীর বাংলাদেশ” বিনির্মাণে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের মাইজহাটি জিগাতলা বাজারে এক পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ ১ আগষ্ট (শুক্রবার) জুম্মা নামাজ পূর্ববর্তী সময়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন সোহাগী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সদস্য-সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি।

সভায় বক্তারা বলেন, “তারেক রহমানের ৩১ দফা হলো একটি আধুনিক, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে জনগণকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।” তারা আরও বলেন, “এই ৩১ দফার মধ্যেই বৈষম্য নিরসনের বীজ নিহিত।”

গণসংযোগকালে বাজারের বিভিন্ন দোকান, ঘরবাড়ি এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যাতে ৩১ দফা রূপরেখার মূল বিষয়বস্তু সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ,
সকল ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পথসভা শেষে শান্তিপূর্ণভাবে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষে নেতারা সকলকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *