ঝালকাঠিতে পিকনিকের ট্রলার ও স্পিকার জব্দ করলো পুলিশ

বাপ্পি হাসান, (ভাটারা) ঢাকা জেলা প্রতিনিধি

ঝালকাঠিতে গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম ভাসমান পেয়ারা বাগান ও পেয়ারা বাজার।প্রতি বছরের জুলাই ও আগস্ট মাসের বৃষ্টির ভরা মৌসুমে জমজমাট হয়ে ওঠে এই এলাকা।দূর দূরান্ত থেকে ট্রলারে করে ঘুরতে আসেন অনেক পর্যটক।কিন্তু কিছুদিন ধরে কিছু বখাটে ছেলে-মেয়ে ট্রলার নিয়ে আসে এবং অনেক জোরে লাউড স্পিকারে গান বাজায় আর অশ্লীলতা করে।এসব বখাটে ছেলে মেয়ের এসব অশ্লীল কর্মকাণ্ডে অতিষ্ঠ এখানকার স্থানীয় এলাকাবাসী।

আজ শুক্রবার (১ আগষ্ট) ঝালকাঠি সদর থানার এক টহল টিম অভিযান চালায় ঝালকাঠি ভীমরুলির পেয়ারা বাগান খালে।তখন লাউড স্পিকার এ গান বাজিয়ে অশ্লীলতা করা অবস্থায় আটক করা হয় ট্রলারে থাকা স্পিকারসহ ৪ টি ট্রলার।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *