আজ (৩ আগস্ট) একদফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারের জনসভা থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
গত এক বছরে অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, জুলাই সনদ ও ঘোষণাপত্রের মাধ্যমে তা কিছুটা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও জীবন মানের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা এক বছরে পূরণ সম্ভব হয়নি। বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার মাধ্যমে এনসিপির ভবিষ্যত পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এসময়, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন এনসিপির আহ্বায়ক।