মোঃ নাজমুল হোসেন
শৈলকূপা, ঝিনাইদহ।
নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আরিফুল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরে ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নির্মাণ স্থলে। আরিফুল ইসলাম ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিচে পড়ে যাওয়ার সময় আরিফুলের মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে, তার একাধিক দাঁত ছুটে যায়।
বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে গ্রন্থাগার ভবনটির কাজ চলছিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই অংশে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অনিক ট্রেডিং কর্পোরেশন’-এর নিয়ন্ত্রণাধীন ওই কাজের তত্ত্বাবধানে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর এ বিষয়ে নিরব থাকলেও, প্রশাসনের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নিহতের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তানের জনক আরিফুল প্রতিদিনের মতোই ভোরে কাজে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি কর্তৃপক্ষ কোনো নিরাপত্তা ব্যবস্থা না রেখেই কাজ করিয়ে যাচ্ছিল।
শুক্রবার রাতেই মরদেহ শৈলকুপার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়। শনিবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা। আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। নিহতের পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।”