সমাবেশ শেষে শাহবাগের রাস্তা পরিষ্কার করে গেলেন ছাত্রদল কর্মীরা

বাপ্পি হাসান, (ভাটারা) ঢাকা থেকে

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কেই দুপুরের খাবার খেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।
খাবার শেষে অনেকে সড়কের ওপর পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলেছেন। তাই সমাবেশ শেষে সড়ক ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তারা।


রোববার (০৩) শাহবাগের চারপাশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে।
 
সড়ক পরিষ্কার করা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।
 
কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাছাড়া আজ যেহেতু আমাদের সমাবেশ ছিল, তাই অনেকে ইচ্ছায়-অনিচ্ছায় সড়কে ময়লা-আবর্জনা ফেলেছে। এ জন্য সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা সড়কের মতো এ দেশ থেকে সব ময়লা-আবর্জনা দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *