ছাত্রলীগ নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাইয়ের অনুষ্ঠান!

মাহমুদুল হাসান আবির নামে ছাত্রলীগের এক নেতার গানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের অনুষ্ঠান শুরু হবে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় শুরু হবে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে রংপুরভিত্তিক ‘টংয়ের গান’ নামের একটি ব্যান্ড। ‘টংয়ের গান’-এর প্রতিষ্ঠাতা সদস্য নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপধর্মবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির।সোমবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। আবুবক্কর নামে এক সাংবাদিক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন! জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পাশাপাশি ও অংশীজনদের সঙ্গে এর চেয়ে পরিহাস হতে পারে না। 

তিনি বলেন, আগামীকাল ৩৬ জুলাই উদযাপন। নতুন স্বাধীনতার বর্ষপূর্তিতে, যে আনন্দে রাজধানীসহ গোটা দেশ মেতে উঠবে। এই আয়োজন শুরুই হবে সকাল ১১টায় ‘টং-এর গান’-এর পারফর্ম্যান্স দিয়ে। আমার জানার ইচ্ছে, এই সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন? যদি তাই হয়, তাহলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই আয়োজনের শুরুটা।অত্যন্ত দুঃখ, পরিতাপ ও ক্ষোভের সাথে জানাই উপদেষ্টা আসিফ মাহমুদ কীভাবে তিনি এই সিলেকশন করেছেন? জেনে বুঝেই নাকি এটা অন্য সংগঠন মনে করে?

অন্তু মুজাহিদ নামের একজন সাংবাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন! এর চেয়ে পরিহাস কী হতে পারে? শফিকুল আলম ভাই, মাহফুজ আলমসহ সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে প্রশ্ন রাখছি। 

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *