বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স মঙ্গলবার (২৪ জুন) বলেছেন, সিরিজের প্রথম টেস্টে ভালো পারফরম্যান্স করার পর তারা দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাস নিয়ে নামছে, যা সাম্প্রতিক অতীতে বিরল ঘটনা।
বাংলাদেশ নভেম্বর ২০২৪-এ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করেছিল, যদিও প্রথম ম্যাচে তারা হেরেছিল। একই ধারা দেখা যায় এপ্রিল ২০২৫-এ জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে প্রথম টেস্ট হারার পর ঘরের মাঠে সিরিজ ড্র করে টাইগাররা।
সিমন্স বলেন,
“আমরা যেভাবে খেলেছি, তাতে দারুণ আত্মবিশ্বাস এসেছে। সাধারণত সিরিজের প্রথম টেস্টে আমরা ধীরগতিতে শুরু করি, কিন্তু এবার আমরা শুরু থেকেই ছন্দে ছিলাম। সেটা দ্বিতীয় টেস্টে আমাদের জন্য অনেক বিশ্বাস জোগাচ্ছে।”
তিনি আরও যোগ করেন,
“শুরু থেকেই দলের মনোভাব দারুণ। ঢাকা থেকেই ছেলেরা প্রস্তুতি নিয়ে এসেছিল, যাতে এখানে এসে সরাসরি মাঠে পারফর্ম করা যায়। গলেতে ড্র করাটা ভালো ফল, আর আমরা এর পরের তিন দিনে ভালোভাবে রিকভার করেছি। সবাই চাঙা আছে।”
“উইকেটটা এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। আজ এখনো দেখা হয়নি, তবে গতকাল যা দেখেছি, সেটা ইতিবাচক। কাল আমরা মাঠে নামব এবং গলেতে যেভাবে লড়াই করেছি, এখানেও একই রকম খেলতে চাই। কিছু ছোটখাটো জায়গা আছে যেখানে উন্নতি দরকার, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই মান ধরে রাখা বা আরও উন্নতি করা।”
“খেলোয়াড়রা ভালো করছে। ভালো ক্রিকেট খেললে দলের মেজাজই বদলে যায়। দুই টেস্টের মাঝে একটা ভালো বিরতি পেয়েছি, ওরা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
সিমন্স আরও জানান, মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হয়ে প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্টে তিনি ফেরার জন্য প্রস্তুত। তবে এখনও সিদ্ধান্ত হয়নি যে তারা তিন স্পিনার খেলাবে, নাকি তিন পেসার। মিরাজ দলে ফিরলে দুই স্পিনার খেলানোর পরিকল্পনায় প্রথম টেস্টে পাঁচ উইকেট নেওয়া নাঈম হাসান বাদ পড়তে পারেন, যদিও সেটি হবে কঠিন সিদ্ধান্ত।
সিমন্স বলেন,
“আজকের মধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে, উইকেট দেখে। আমরা সবে মাঠে এসেছি, আগে কন্ডিশন মূল্যায়ন করতে হবে, তারপরই ঠিক করব—তিন পেসার খেলাব, নাকি তিন স্পিনার।”
“এটাই কঠিন অংশ। নাঈম গলে দারুণ খেলেছে, ওকে বাইরে রাখা কঠিন। তবে সবাই জানে, কন্ডিশনের ওপর ভিত্তি করেই দলে নির্বাচন হয় এবং সেটাই দলের জন্য সবচেয়ে ভালো হয়। আমরা সবসময় চেষ্টা করি যেন সবাই সিদ্ধান্তের পেছনের যুক্তিগুলো বুঝতে পারে।”