মাথা নত নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার শপথ নিন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (৫ আগস্ট) বলেছেন, “আমরা যেন কোনো প্রকার নিপীড়নের কাছে মাথা নত না করি এবং একটি জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হই।”

তিনি বলেন, “একটি রাষ্ট্র গড়তে হবে, যা সবসময় জনগণের কল্যাণে কাজ করবে।”

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দেশব্যাপী এক কর্মসূচিতে ভিডিও বার্তায় অধ্যাপক ইউনূস এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা শুধু অতীত স্মরণ করতে আসিনি। আমরা এসেছি শপথ নিতে—নিপীড়নের কাছে কখনো মাথা নত করব না এবং জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ব।”

জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমরা সেই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।”

ড. ইউনূস আরও বলেন, “তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখাবে। তাদের স্বপ্নই হবে ভবিষ্যৎ বাংলাদেশের নকশা। এটাই আজ আমাদের অঙ্গীকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *