৩৬ জুলাই উদযাপন: মানিক মিয়া এভিনিউতে প্রত্যাশার জনসমুদ্র

আশরাফুল আলম, যাত্রাবাড়ী থেকে

রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ পরিণত হয় এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক জমায়েতে। “৩৬ জুলাই উদযাপন” উপলক্ষে সকাল থেকে হাজারো মানুষ জড়ো হন এই চত্বরে। ব্যানার, ফেস্টুন, শ্লোগান আর প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল সমগ্র এলাকা।

আন্দোলনমুখী গান, কবিতা, আবৃত্তি ও পথনাটকে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের সদস্যরা। তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই’, ‘জনতার সরকার চাই’— এমন নানা শ্লোগানে রাজপথ গর্জে ওঠে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় আশপাশের সড়কে ট্রাফিক ডাইভার্শনের ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

অনেকের মতে, ৩৬ জুলাই উদযাপন একটি প্রত্যাশার নাম, যা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। কেউ কেউ এটিকে “ঐক্যের নতুন অধ্যায়” বলেও আখ্যা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *