আল নাসেরেই থাকছেন রোনালদো, নতুন চুক্তি ২০২৭

গত ৩০ জুন আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন তিনি। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ এই সুপারস্টার।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। ভিডিওতে সমুদ্রতটে হাঁটতে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে, যেখানে ভিডিওর শেষ লাইনে রোনালদো বলেন, ‘আল নাসর ফরএভার।’৪০ বছর বয়সেও মাঠে ফুরিয়ে যাননি রোনালদো। ২০২৫ সালে পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতে নিজের তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জেতেন তিনি। সাম্প্রতিক ফর্ম দেখে বিভিন্ন ক্লাবই তাকে দলে চাওয়ার আগ্রহ দেখায়, বিশেষ করে এই গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কিছু দল। 

এমন পরিস্থিতিতে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো পর্যন্ত আশঙ্কা করেছিলেন, রোনালদোকে ধরে রাখা কঠিন হতে পারে। তবে রোনালদো নিজেই গুজব থামিয়ে দেন জুনের শুরুতে, ‘প্রায় কিছুই বদলাবে না। আমি থাকছি আল নাসরেই’।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *