মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনে তেল রফতানিতে নতুন রেকর্ড করেছে ইরান। এশিয়ার দেশটিতে এখন প্রতিদিন ১৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল রফতানি করছে মধ্যপ্রাচ্যের দেশটি। যা ইরানের তেল রফতানি ইতিহাসে সর্বোচ্চ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্বের শীর্ষ তেল আমদানিকারক এবং ইরানি অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা হলো চীন। ইসরাইলে সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আগে চাহিদা বৃদ্ধির ও চালান দ্রুত হওয়ায় জুন মাসে তেল রফতানি বেড়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থা ভরটেক্সার মতে, গত ১ থেকে ২০ জুনের মধ্যে প্রতিদিন ১৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে চীন।
অন্যদিকে তথ্য-উপাত্ত বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ২৭ জুন পর্যন্ত চীনের ইরানি তেল ও অন্যান্য জ্বালানি আমদানির দৈনিক গড় ছিল ১৪ লাখ ৬০ হাজার ব্যারেল, যা গত মে মাসেই ছিল ১০ লাখ ব্যারেল। n