রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব-৪।রোববার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।
এর আগে জানা যায়, ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। রোববার সকালে পরীক্ষার জন্য তিনি বাসা বের হয়েছিলেন বলে জানান তার বোন মারিয়া বিনতে মারুফ। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। পিউলির বাবার নাম আব্দুল্লাহ আল মারুফ ও মা রেহেনা পারভীন। জিডিতে উল্লেখ করা হয়েছিল, মাহিরা বিনতে মারুফ পিউলি সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাননি। নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।