‘ক্লাব বিশ্বকাপে যা হচ্ছে তা ‍ফুটবল নয়, তামাশা’

চেলসি কোচ এনজো মারেস্কার কাছে যুক্তরাষ্ট্রের ভেন্যু নিরাপদ মনে হচ্ছে না।

দেড় ঘণ্টার ফুটবল ম্যাচ শেষ হতে সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে? বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসি ও বেনফিকার শেষ ষোলোর ম্যাচ শেষ হতে লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা!

যুক্তরাষ্ট্রের শার্লটে অতিরিক্ত সময়ে গড়ানো ঘটনাবহুল ম্যাচে শেষ পর্যন্ত বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। শেষ আটে ব্লুজদের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস। অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর আরেক ম্যাচে স্বদেশি ক্লাব বোতাফোগোকে ১-০ গোলে হারিয়েছে পালমেইরাস।

বেনফিকার বিপক্ষে ৬৪ মিনিটে রিস জেমসের গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৮৬ মিনিটে ঝড় ও বজ পাতের শঙ্কায় খেলা বন্ধ করে দেন রেফারি। প্রায় দুই ঘণ্টা পর আবার খেলা শুরু হলে দেখা দেয় নতুন নাটকীয়তা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ১০ জনের দলে পরিণত হলেও ৯৫ মিনিটে আনহেল দি মারিয়ার পেনালটি গোলে সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় বেনফিকা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে একে একে তিন গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

রেফারি যখন শেষ বাঁশি বাজান, ম্যাচের বয়স তখন চার ঘণ্টা ৩৯ মিনিট! এবারের ক্লাব বিশ্বকাপে মোট ছয়টি ম্যাচ আবহাওয়াজনিত কারণে স্থগিত হয়েছে।

জয়ের পর এ নিয়ে ক্ষোভ উগরে দেন চেলসি কোচ এনজো মারেস্কা, ‘আমি মনে করি, এটা ফুটবল নয়। এটা আসলে তামাশা। নিরাপত্তাজনিত কারণে ম্যাচ স্থগিত হতেই পারে। তাই বলে সাত-আটটি ম্যাচ স্থগিত হবে? তার মানে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি উপযুক্ত জায়গা নয়। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *