শাহরুখের নামে কুকুর পুষতেন আমির, ডাকতেন ‘ছ্যাঁচড়া’ বলে!

বলিউড বাদশা শাহরুখ খান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান—দুই তারকাকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতেন তাদের ভক্তরা। ক্যারিয়ারের শুরুতে দুই তারকার দ্বন্দ্ব আরও ঘনীভূত হয় ২০১০ সালে। সেই সময় প্রকাশ্যে দুজন দুজনকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করতেও ছাড়তেন না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তারা একে-অপরকে ‘ছ্যাঁচড়া’ বলে সম্বোধন করতেন। আরও অবাক করে দেয় মিস্টার পারফেকশনিস্টের একটি মন্তব্য। অভিনেতার কথায়, তিনি তার পোষ্য সারমেয়র নাম রেখেছিলেন শাহরুখ। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। 

তবে কেন এই রাগ? এমন প্রশ্নের জবাবে আমির বলেন, আসলে শাহরুখ তখন সবসময়ে আমাকে নিয়ে উপহাস করত। বিশেষ করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে। আমি তো এ অনুষ্ঠানগুলোতে যেতাম না। তাই সুযোগ বুঝে আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে মজা করত। ওই সময় আমরা একে-অন্যের বিরুদ্ধে অনেক কথা বলতাম। ছ্যাঁচড়া বলেও ডাকতাম। হয়তো ও আমাকে নিয়ে খুশি ছিল না। কারণ আমি আমার সাক্ষাৎকারে আর কাউকে নিয়ে কথা বলতাম না।

বলিউড়ের মিস্টার পারফেকশনিস্টের যোগ করেন, একজন অন্যজনকে নিয়ে হাসি ঠাট্টা করতাম তা এখন অতীত। শাহরুখ এখন আমার খুব ভালো বন্ধু। আমরা যখন একসঙ্গে ক্যারিয়ার শুরু করি তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। তবে গত কয়েক বছর ধরে সেসব মান-অভিমান আর নেই। অন্তত আমার দিক থেকে তো নেই।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *