ক্যানসারে নিজের মৃত্যুর খবরে যা বলেছিলেন শেফালি

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন ‘কাঁটা লাগা’ গার্ল গানের রিমেক ভিডিওতে অভিনয় করা এই জনপ্রিয় অভিনেত্রী। জানা গেছে, একবার নিজের মৃত্যুর খবর পেয়েছিলেন শেফালি জারিওয়ালা। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই যুগে শেফালীর সেই নাচ দেখার অনুমতি ছিল কেবল প্রাপ্তবয়স্কদের। কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই একবার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে।সেই মিউজিক ভিডিওতে দেখা যায়, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লাভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তার মৃত্যু হয়। ‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালির নামে এই খবর রটে গিয়েছিল ভারতে। বেঁচে থেকেই নিজের মৃত্যুর খবর শোনার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? গত বছর এক পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।২০০৩ সালে মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালি। ফলে তার কাছে একটার পর একটা মেসেজ আসছিল। শেফালি নিজেই বলেছেন, মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো আর সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!মৃত্যুর ভুয়া খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি শেফালি। ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অভিনেত্রীর। ফলে মাত্র ৪২ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *