টিকটকে পরিচিত হওয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রবাসী তরুণীর

২০২২ সালে সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে টিকটকে পরিচয় হয়েছিল জর্ডানপ্রবাসী এক তরুণীর (দুজনই বাংলাদেশি)। এরপর আড়াই বছর ধরে সম্পর্কে ছিলেন দুজন। সম্প্রতি ভিডিও কলে নগ্ন দৃশ্য ধারণ করে চাঁদাবাজির অভিযোগে যশোরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ওই তরুণী।

শুক্রবার (৪ জুলাই) যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তিনি। 

মামলার বিবরণে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে টিকটকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। পরে তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই তরুণীর অভিযোগ, ২০২২ সালের ১ অক্টোবর জর্ডানে অবস্থানকালে ভিডিও কলে ওই যুবক তাকে অনৈতিকভাবে শরীরের বিভিন্ন অংশ দেখাতে বলেন। ওই তরুণী অস্বীকৃতি জানালেও বিয়ের আশ্বাস দিয়ে কথোপকথন চালিয়ে যান ওই যুবক এবং গোপনে তার নগ্ন দৃশ্য ভিডিও করে রাখেন। পরে তিনি ওই তরুণীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। 

ওই তরুণীর দাবি, প্রথম দফায় জর্ডান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পাঠান। এরপর ওই যুবক পুনরায় একই পরিমাণ টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে তার কর্মস্থলের সহকর্মীদের কাছে নগ্ন ভিডিও পাঠিয়ে দেন।

এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় ১৬ জুন দেশে ফিরে ১৮ জুন তার সঙ্গে দেখা করে ১ লাখ ৮০ হাজার টাকা দেন ওই তরুণী।

সেই সময় তিনি ভিডিও ও ছবি ডিলিট করার অনুরোধ করেন। কিন্তু ওই যুবক পুনরায় আড়াই লাখ টাকা দাবি করে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *