সংস্কারবিহীন নির্বাচন হলে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে: নুর

সংস্কার না করে নির্বাচনের দিকে গেলে দেশে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে মন্তব্য করে নুর বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে। রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের জন্য একটি জাতীয় ঐক্যের সেটেলমেন্টে যেতে হবে।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। অন্যথায় তারা বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *